স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ : তোমার একটি পদক্ষেপ; তাকিয়ে বিশ্ব

‘বৃষ্টি’ শব্দটা আমাদের সবার মনেই কম বেশি শিহরণ জাগায়। কিন্তু কখনও কি চিন্তা করেছেন বৃষ্টির ঝরে যাওয়া পানিগুলো নিয়ে ? কখনওকি ভেবেছেন বাসায় নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করা পানিগুলোকে নতুনভাবে ব্যবহার উপযোগী করে তোলার কথা?

 

শুনতে খুব অবাক লাগলেও এই চিন্তা দিয়েই বিশ্ব মাতিয়ে এসেছে আপনারই দেশের তিনটি ছেলে লাবিব , নাহিদ আর দাইয়ান ।বাংলাদেশের পানি সমস্যা সমাধানে তাদের এই অসাধারণ চিন্তাটি শুধু পরিবেশ বান্ধবই নয় বরং অর্থ সাশ্রয়ীও বটে । ওদের এই বিকল্প ধারার চিন্তার প্রেরণা  ছিল ‘স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ’; পানি সমস্যা সমাধানে পৃথিবীর বিভিন্ন দেশের তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনাগুলো উপস্থাপনের এক অন্যতম মাধ্যম। 

 

‘বিশ্বে বর্তমানে অন্যতম আলোচিত একটি সমস্যা বিশুদ্ধ পানির স্বল্পতা নিয়ে তোমার অভিমত কি?’ প্রশ্নটা শুনে কলেজপড়ুয়া ছেলেটি আমার দিকে কিছুক্ষণ হা করে তাকিয়ে ছিল কারণ তার বোধহয় জানা ছিল না, পৃথিবীর অনেক দেশেই সবচেয়ে ব্যয়বহুল পণ্যের মধ্যে পানি একটি । হুম সেই পানি যা সে কারণে অকারণেই দিনের পর দিন অপচয় করে চলছে।

 

হ্যাঁ ! প্রশ্নটি হাস্যকর হতে পারে আপনার জন্যেও ।কারণ আপনি জানেন না ‘বিশ্ব স্বাস্থ্য সস্থা’ এর এক প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে মোট জনসংখ্যার এখনও প্রায় ৬০ শতাংশ মানুষ বিশুদ্ধ পানির অধিকার থেকে বঞ্চিত। এবং এটা সত্যি যে একবিংশ শতাব্দীর এই যুগে পৃথিবীতে এখনও প্রায় এক লক্ষ কোটি মানুষ যে পানি পান করছে তা তাদের জীবনে নিরাপত্তার বদলে ঝুঁকি নিয়ে আসছে। এবং এখনও   অনেক দেশের মানুষের কাছে ‘নিরাপদ পানি’ একটি কল্পনাতীত স্বপ্ন।

 

কি ভাবছ??? হুম ঠিক তাই... লাবিব, নাহিদ, দাইয়ানের মত এগিয়ে আসতে পার তুমিও। পানি স্বল্পতা নিরসনে, বিশুদ্ধ পানি-সেবা নিশ্চিতকরণে  তোমার এলাকার,  তোমার দেশের এমনকি গোটা বিশ্বের বিশেষ প্রয়োজন আছে তোমাকে। তোমার সৃজনশীল মন, বিজ্ঞান মনস্ক চিন্তাধারাই হতে পারে এই গ্রহকে বিশুদ্ধ পানির রক্ষনাগার হিসেবে উপস্থাপন করার অন্যতম চাবিকাঠি। অংশগ্রহণ কর ‘স্টকহোম জুনিয়র ওয়াটার-প্রাইজ’ এর এই আসরে। আর নিজের প্রগতিশীল বিজ্ঞান মনস্ক  চিন্তা-ভাবনা দিয়ে হয়ে উঠো আসরের মধ্যমণি। 

 

আর হ্যাঁ, অপেক্ষায় রইল পুরো পৃথিবী...।।  

 

Contributed By: 

Noor E Jannat

Student, Department Of Marketing, University of Dhaka.